সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

জিহাদি বইসহ ১৮ শিবির কর্মী গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের শেখ পাড়ায় মেহেরপুর পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি থেকে শিউলি আক্তারসহ ১৮ জন শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শতাধিক জিহাদি বই ও ক্যালেন্ডার উদ্ধার হয়। শনিবার শেষ বিকালে মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ভাড়া বাড়ি থেকে গোপন বৈঠক করার সময় ডিবি পুলিশের একটি দল  তাদের গ্রেফতার করে। মেহেরপুর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল পৌর সভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শেখ পাড়ায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি ঘেরাও করে। এই সময় শিউলি আক্তারের বাড়িতে শিবিরের একটি গোপন বৈঠক চলছিল। বৈঠক থেকে ১৪টি সাইকেল, ৩টি মোটরসাইকেলসহ শতাধিক জিহাদি বই ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়। তারা হলো মেহেদী হাসান, সাখাওয়াত হোসেন, রাজু আহমেদ, আবুল হাসান, মাহাবুব, আবুল বাশার, যুবায়ের হাসান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, আল সাইফ, ইকবাল হোসেন  প্রমুখ।

 আবদুল্লাহ (১৮), আল-হেলাল রোমান (১৪), আবু জাফর (১৬), হৃদয় (১৫), মাসুদ (১৫), খালিদ সাইফুল্লাহ (৪৮)-কে গ্রেফতার করে।  ঘটনার পরপরই পুলিশ সুপার এস এম মুরাদ আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সেখানে উপস্থিত হন। পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, শিবির কর্মীরা এখানে নাশকতামূলক কর্মকান্ডের জন্য বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে আরও খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে।  পরে গ্রেফতার ব্যক্তিদের প্রিজন ভ্যানে করে মেহেরপুর ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর