সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সিন্ডিকেটে সেবাবঞ্চিত ৫ লাখ মানুষ

বেলাল রিজভী, মাদারীপুর

সিন্ডিকেটে সেবাবঞ্চিত ৫ লাখ মানুষ

নানা সমস্যায় জর্জরিত মাদারীপুরের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ৫ লাখ মানুষ। জনবল সংকট আর দালাল সিন্ডিকেটের কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের ২৪টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন আছে মাত্র ১৩ জন। তৃতীয় শ্রেণির কর্মচারীর ৩৮টি ও চতুর্থ শ্রেণির ১২টি পদ শূন্য। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। নিরুপায় হয়ে রোগী পাঠানো হচ্ছে বরিশাল ও ঢাকা মেডিকেলে। কালকিনিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক-কর্মচারী সংকট সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিন দেখা যায়, যে কজন চিকিৎসক আছেন তাদের অনেকে সঠিক সময়ে হাসপাতালে আসেন না। কেউ কেউ প্রাইভেট ক্লিনিকে রোগী দেখায় ব্যস্ত থাকেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল। টেকনিশিয়ান না থাকায় বন্ধ রয়েছে আলট্রাসনোগ্রাম মেশিনও। সরকারি এ হাসপাতালে রোগী গেলে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা দিয়ে পাঠান প্রাইভেট হাসপাতালে। কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বাবু মিয়া বলেন, ভিতরে ঢুকলে মনে হবে এটা কোনো হাসপাতাল নয়। চারদিকে শুধু ময়লা আর আবর্জনা। পরিষ্কার করার কোনো লোক নেই। তাছাড়া এখানে কোনো পরীক্ষা-নিরীক্ষাও হয় না। কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, হাসপাতাল বেশ কিছু পদে জনবল শূন্য। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তালিকা পাঠিয়েছি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। এ ছাড়া নষ্ট এক্স-রে মেশিন মেরাতমের জন্য স্বাস্থ্য বিভাগে চিঠি দেওয়া হয়েছে। অপরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীর অভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করাও সম্ভব হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর