সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

১৭ লাখ টাকার গৃহ নির্মাণের জমি প্রস্তুতে ব্যয় ৩৪ লাখ!

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্প

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৭ লাখ টাকার গৃহ নির্মাণের জমি প্রস্তুতে ব্যয় ৩৪ লাখ!

সরাইলে হাওর এলাকায় নদী সংলগ্ন ১০ ফুট গভীর ভূমি ভরাট করে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে ১৭ লাখ টাকার গৃহনির্মাণ কাজের জায়গা প্রস্তত করতেই ব্যয় হচ্ছে ৩৪ লাখ। এমন ব্যয় মিটানোর নির্দেশনাও নেই প্রকল্পের নীতিমালায়। তাছাড়া বর্ষায় প্রকল্প এলাকা বিলীন হয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বরাদ্দে নির্মিতব্য এ সব ঘর পাবেন ভূমিহীন ও গৃহহীন মানুষ। ২০২১ সালে জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। জানা যায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের দক্ষিণে লাহুর নদী সংলগ্ন ১০ ফুট নিচু জায়গা খননযন্ত্র দিয়ে ভরাটের কাজ চলছে। ৩০ শতাংশ খাসভূমি ভরাটের জন্য মাটি আনা হচ্ছে নদীর তলদেশ থেকে। সূত্র জানায়, ওই জায়গায় ১০টি পরিবার পুনর্বাসন করা হবে। প্রত্যেক পরিবারের জন্য দুই শতাংশ জমির মধ্যে দুই কক্ষের একটি সেমিপাকা ঘর করা হবে। সঙ্গে থাকবে একটি টয়লেট ও রান্নাঘর। প্রতিটি গৃহনির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলা প্রকৌশলী নিলুফা ইয়াছমীন জানান, নদী ভাঙন থেকে ওই ঘরগুলো রক্ষায় প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করতে হবে। এ জন্য ব্যয় হবে ২৮ লাখ ৫ হাজার টাকা। স্থানীয়রা বলেন, হাওর এলাকায় জমি ভরাট  করা ঠিক হয়নি।

সর্বশেষ খবর