মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কোটচাঁদপুরে উৎসবের আমেজ

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

কোটচাঁদপুরে উৎসবের আমেজ

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচন উপলক্ষে চলছে উৎসবের আমেজ। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন মানুষ চায়ের দোকানসহ বিভিন্ন জনসমাগম স্থানগুলোতে প্রার্থীদের নিয়ে সরব আলোচনা চলছে। আওয়ামী লীগ থেকে মেয়র পদে পাঁচজনের নামের তালিকা উপজেলা ও জেলার সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। এসব প্রার্থীরা ইতিমধ্যে দলীয় চূড়ান্ত মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। অনেকে দলীয় হাইকমান্ডের কাছে বিভিন্নভাবে লবিং করছেন। বিএনপি থেকে একজন প্রার্থী পুরোদমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। থেমে নেই ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা। প্রতিদিনই তারা পৌর এলাকার বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন। প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জাহিদ গত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই দফা মেয়র নির্বাচিত হন। এরপর তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এ ছাড়া পৌর এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী। তিনি উপজেলা নির্বাচনে মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে দল ও রাজনীতি থেকে একটু দূরে চলে যান। পৌর নির্বাচনে তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন। কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। তিনি এবারও দলীয় মনোনয়ন যুদ্ধে নেমেছেন। সেলিম দাবি করেন, গতবার আমি সামান্য ভোটে পরাজিত হয়েছি। এছাড়াও পৌর উপজেলা যুবলীগ নেতা কাজী আলমঙ্গীর। ২০১১ সালের পৌর নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী হিসেবে নির্বাচন করে চার-দলীয় জোটের প্রার্থীর কাছে পরাজিত হন। তিনি বরাবর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছেন। আলমঙ্গীর দাবি করেন, ২০০৮ সালে সংসদ নির্বাচনে এই পৌর এলাকার আওয়ামী লীগ প্রার্থী ১০ হাজার ভোট পেয়েছিল। সেখানে ২০১১ সালের পৌর নির্বাচন করে ভোট পেয়েছি ৭৮৫। দেশ স্বাধীনের পর থেকে আওয়ামী লীগের কোনো প্রার্থী এই পৌরসভায় জয়লাভ করতে পারেনি। অন্যদিকে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাসেম আলী। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবিদার একজন। এর আগেও পৌর নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করেন তিনি। তারপর তিনি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে ২ হাজার ভোটে পরাজিত হন। অন্যদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র সালাউদ্দিন বুলবুল মাঠে আছেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন। উল্লেখ্য, ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনের তৃতীয় ধাপে তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং যাচাই-বাছাই ৩ জানুয়ারি, ১০ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ জানুয়ারি এখানে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর