মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নিশ্চিহ্নের পথে জগৎপুর গণকবর

৪৯ বছরেও সরকারি তালিকায় ওঠেনি

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

নিশ্চিহ্নের পথে জগৎপুর গণকবর

কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তা সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গণকবর স্বাধীনতার ৪৯ বছরেও সরকারি তালিকায় ওঠেনি। মুক্তিযোদ্ধাদের ভাষ্যমতে নিহতরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে কুমিল্লার বহু স্থানে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। হানাদাররা সেসব মুক্তিকামী মানুষের অনেককে কবর দিতে বা সৎকারও করতে দেয়নি। লাশগুলো ফেলে দিয়েছে বধ্যভূমিতে। আবার অনেককে দেওয়া হয়েছে গণকবর। এসব গণকবরের অনেকটিই আজ অযত্ন-অবহেলায় পড়ে আছে। কোনো কোনোটি আবার নিশ্চিহ্নের পথে। তারই একটি জগৎপুর গণকবর। প্রতি বছর ১৩ ডিসেম্বর গণকবরটিতে  স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করে আসছেন। তাদের দাবি, গণকবরটি সরকারিভাবে চিহ্নিত করে প্রতি বছর ১৩ ডিসেম্বর শ্রদ্ধা নিবেদন করা হোক।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম বলেন, বধ্যভূমি ও গণকবর সংরক্ষণে প্রশাসন মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাজ করবে।

 

সর্বশেষ খবর