মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মেহেরপুর কারাগারে শিবিরের ১১ কর্মী সংশোধনাগারে ৭

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর কারাগারে শিবিরের ১১ কর্মী সংশোধনাগারে ৭

মেহেরপুর শহরের সেখপাড়ায় আটক ১৮ জন শিবির কর্মীর মধ্যে ১১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি সাতজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আবদুস সালামের আদালতে তাদের প্রেরণ করা হয়। রবিবার সন্ধ্যায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এ নির্দেশ দেয়। এদিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ এস এম আবদুস সালামের আদালত অপ্রাপ্ত বয়স্ক সাতজনকে যশোরের পোলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে। রবিবার রাতে তিনি এ আদেশ দেন। কারাগারে প্রেরণকৃত শিবির কর্মীরা হলেন- পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, মেহেদী হাসান (২২), সাখাওয়াত হোসেন (২২), রাজু আহমেদ (২২), আবুল হাসান (২২), মাহবুব (১৯), আবুল বাশার (২০), খালিদ সাইফুল্লাহ (১৯), সাইফুল ইসলাম (১৯),  আবদুল্লাহ (১৯), ইকবাল হোসেন (১৯)। যশোরের পোলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো অপ্রাপ্ত বয়স্ক সাতজন হলেন- যুবায়ের হাসান (১৫), কামরুল ইসলাম (১৬), আল সাইফ (১৭), চকশ্যামনগর আল-হেলাল রোমান (১৫), আবু জাফর (১৭), হৃদয় (১৬), মাসুদ (১৫)।  উল্লেখ্য, শনিবার বিকালে মেহেরপুর শহরের সেখপাড়ায় পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের বাড়িতে শিবিরের গোপন বৈঠক চলাকালে শতাধিক পুস্তক, ক্যালেন্ডার ও লিফলেটসহ ১৮ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর