মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষের উপহার ৭ হাজার ৮০০ ঘর

ঠাকুরগাঁও প্রতিনিধি

কেউ থাকেন অন্যের জমিতে, কেউ সরকারি পতিত জমি দখল করে। জরাজীর্ণ ঘরে কষ্টে কাটছে তাদের জীবন। তার ওপর সরকারি জমি উদ্ধার উচ্ছেদ অভিযানে ঘরবাড়ি ভেঙে দিলে ভোগান্তির যেন শেষ নেই ভূমিহীন এসব পরিবারের মানুষের। তাদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। এ ঘোষণার পর সারা দেশে শুরু হয় গৃহহীনদের ঘর নির্মাণ কার্যক্রম। তারই আওতায় ঠাকুরগাঁওয়ে এবার তিন শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৭ হাজার ৮০০ ঘর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণ হচ্ছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এসব ঘর দেওয়া হবে। আগামী জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এজন্য কর্মযজ্ঞে মুখর গুচ্ছগ্রাম। শেষ পর্যায়ে ঘর নির্মাণকাজ। তবে ঠাকুরগাঁওয়ের কিছু গুচ্ছগ্রামে পানি সরবরাহ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় কিছুটা দুর্ভোগের কথা বললেন বাসিন্দারা। এ সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। একটি পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট ঘরে থাকবে রান্নাঘর, বাথরুম ও স্টোররুম। প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রথম দফায় হস্তান্তর করা হবে ৫৫০টি ঘর। সুবিধাভোগীরা জানান, প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। স্থায়ী বন্দোবস্ত হওয়ায় নিজের ঠিকানা পাবেন তারা। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায় গৃহহীন এসব পরিবার।

সর্বশেষ খবর