বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শিক্ষকের বাড়িতে হামলা লুটের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনের বিরুদ্ধে কলেজশিক্ষকের নির্মাণাধীন বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। নোয়াখালী প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আ ফ ম রুহুল আমিন। তিনি বলেন, সুজন ও তার লোকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় শিক্ষককে হুমকি-ধমকি দিয়ে আসছেন সুজন। এ ঘটনায় তিনি পুলিশ, র‌্যাব ও জেলা প্রশাসনকে লিখিত দিয়েও প্রতিকার পাননি।

 সবশেষ গত সোমবার সুজন তার লোকজন নিয়ে ওই শিক্ষকের নির্মাণাধীন বাড়িতে হামলা চালায়। তারা একটি পিকআপ এনে সব মালামাল লুট করে নিয়ে যায়। এ অবস্থায় শিক্ষক রুহুল আমিন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের কথা অস্বীকার করে ফজলুল হক সুজন জানান, তার খালুর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে প্রফেসর রুহুল আমিনের। এ বিষয়ে তাকে বৈঠক করার জন্য বলায় তিনি অপবাদ ছড়াচ্ছেন।

 

সর্বশেষ খবর