বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এক নারীর দুই স্বামী!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে প্রবাসী কবিরের স্ত্রী তহুরা (৫৫) তিন সন্তানের জননী। কবির প্রবাসে থাকাকালে একই গ্রামের সিরাজুল ইসলাম শিরনের (৬০) সঙ্গে তহুরার প্রেম হয়। গোপনে তারা বিয়েও করে। বিয়ের পর বিদেশ থেকে কবিরের পাঠানো টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতে থাকেন শিরন। সম্প্রতি তাহুরা ও শিরনের সম্পর্কের কথা জানাজানি হলে শিরন দাবি করেন, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়েছে। তারা বৈধ স্বামী-স্ত্রী। স্ত্রী তহুরার এমন কা- জেনে এখন পাগল কবির। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। জানা যায়, কবির বিদেশে থাকার সময় একই গ্রামের সিরাজুল ইসলাম শিরন ওই বাড়িতে যাতায়াত করতেন। কবিরের স্ত্রী তহুরার সঙ্গে আর্থিক লেনদেন করতে থাকেন তিনি। একপর্যায়ে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুযোগ নিয়ে প্রবাসী কবিরের পাঠানো টাকা হাতিয়ে নিতে থাকেন শিরন।

কবির ২০১৮ সালে দেশে এলে তহুরা তার সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে চলে। কৌশলে দুই স্বামীর ঘর করতে থাকেন তহুরা। গত ১৫ ডিসেম্বর শিরন ও তহুরা প্রকাশ্যে ঘোষণা দেন তারা ২০১৫ সালে গোপনে বিয়ে করেছেন। তহুরা বলেন, আমরা ভালোবেসে বিয়ে করেছি। প্রথম স্বামী কবিরকে উদ্দেশ করে বলেন, ‘ওর কি আছে যে ওর সঙ্গে থাকব। ও আমাকে শুধু কষ্ট দেয়।’ কবির হোসেন বলেন- ‘২০ বছরের সংসার জীবনে তিনটি মেয়ে সন্তান আছে। ১৫ বছর বিদেশে খেটে টাকা দিয়েছি। ছয় বছর আগে অন্যের সঙ্গে বিয়ে করেও আমার ঘরে আছে। আমার সব লুটে নিয়েছে। আমি এখন সমাজে মুখ দেখাতে পারি না। আমার সব শেষ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর