বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

জলাবদ্ধতা নিরূপণে ড্রোন

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

জলাবদ্ধতা নিরূপণে ড্রোন

কুমিল্লায় কৃষির উন্নয়নে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোন থেকে পাওয়া তথ্য মতে জলাবদ্ধতার কারণে দাউদকান্দির মোল্লাকান্দি, বড় ও ছোট হরিনা মৌজার প্রায় ১৫০ একর জমিতে ফসল চাষ করা সম্ভব হচ্ছে না। এতে প্রায় ৪০০ মেট্রিক টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হবেন স্থানীয় চাষিরা। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এই এলাকার অনেক জায়গায় এ ধরনের জলাবদ্ধতার সমস্যা আছে। ১৯ ডিসেম্বর জলাবদ্ধ স্থান ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তারা। বিএডিসির অধীনে কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথমবার ব্যবহার করা হচ্ছে ড্রোন প্রযুক্তি। এর মাধ্যমে প্রকল্প এলাকার অবস্থা এবং বাস্তবায়নের পরে অগ্রগতি বিবেচনা করা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর