শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আগাছানাশক দিয়ে বীজতলা নষ্ট

নওগাঁ প্রতিনিধি

আগাছানাশক দিয়ে বীজতলা নষ্ট

নওগাঁর মান্দায় আগাছানাশক ছিটিয়ে সাত মণ জিরাশাইল ধানের বীজতলা নষ্ট করে দেওয়া হয়েছে। উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামের শিয়ালকুড়ি বিলে এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ছয়জন কৃষকের চলতি মৌসুমে বোরো রোপণ অনিশ্চিত হয়ে পড়েছে। ভুক্তভোগী কৃষক জিল্লুর রহমান ও আবদুর রহমান জানান, তারা ছয়জন শিয়ালকুড়ি বিলে বীজতলা তৈরি করেন। দুই সপ্তাহ আগে ওই বীজতলায় জিরাশাইল ধানের সাত মণ বীজ বপন করা হয়। কয়েক দিন পর থেকে চারা গজানো শুরু হয়। এরপর গজানো চারা শুকিয়ে মারা যেতে থাকে। একই সঙ্গে বীজতলার মাটি সবুজ হয়ে গেছে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এ ক্ষতি করেছে বলে দাবি তাদের। ক্ষতিগ্রস্ত অপর কৃষক আজিজার রহমান বলেন, চলতি মৌসুমে বীজ ধান বেচাকেনা প্রায় শেষ। এ অবস্থায় বাজারে ভালো মানের বীজ পাওয়া দুষ্কর। কোনোভাবে বীজ সংগ্রহ সম্ভব হলেও তা বীজতলায় ফেলতে আরও কয়েক দিন লাগবে। এ ছাড়া বিরূপ আবহাওয়ায় চারা তৈরি করা অনেকটাই ঝুঁকিপূর্ণ। মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, কী কারণে বীজতলার গজানো চারা মারা গেছে ঘটনাস্থল পরিদর্শন না করে বলা মুশকিল।

সর্বশেষ খবর