শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিক্ষোভের মুখে বন্ধ সরকারি বরাদ্দের দোকান নির্মাণ

ফরিদপুর প্রতিনিধি

বিক্ষোভের মুখে বন্ধ সরকারি বরাদ্দের দোকান নির্মাণ

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারের থানা রোড সংলগ্ন সরকারি ৫৫ শতাংশ জমি ৮৪ ব্যক্তির মধ্যে দোকান নির্মাণের জন্য বরাদ্দ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্ষোভের কারণে বন্ধ করে দিল প্রশাসন। ভাঙ্গা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে সেখান থেকে শ্রমিকদের সরিয়ে দেন। এদিকে, দোকান বরাদ্দের বিপক্ষে ভাঙ্গায় বিক্ষোভ মিছিল হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি জমিতে দোকান বরাদ্দের অনিয়মের অভিযোগ এনে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে স্লোগান দেওয়া হয় ‘দোকান বরাদ্দের অনিয়ম মানব না মানব না, ইউএনওর দুই গালে জুতা মার তালে তালে, এসিল্যান্ডের দুই গালে জুতা মার তালে তালে।’ মিছিলের নেতৃত্ব দেন ভাঙ্গার আলগী ইউপির সাবেক চেয়ারম্যান ম ম সিদ্দিক, ভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলী মাতুব্বর, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাকী মাতুব্বর, ভাঙ্গা পৌরসভার কলেজ পাড়ের বাসিন্দা মিয়ান মো. আকরাম হোসেন প্রমুখ। আলগী ইউপির সাবেক চেয়ারম্যান ম ম সিদ্দিক বলেন, দোকান নির্মাণের জন্য অনিয়মের মাধ্যমে জমি বরাদ্দ দিয়েছে প্রশাসন। অনেকেই আবেদন করেছেন। কিন্তু প্রকৃত যারা পাওয়ার  যোগ্য তারা পাননি। ওই জমিতে দীর্ঘদিন কাঠের ব্যবসা করতেন ভাঙ্গার কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দা দেলোয়ার হোসেন।

সর্বশেষ খবর