শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শীত-কুয়াশায় ক্ষতিগ্রস্ত বরজ বিপাকে পানচাষিরা

বাগেরহাট প্রতিনিধি

শীত-কুয়াশায় ক্ষতিগ্রস্ত বরজ বিপাকে পানচাষিরা

তীব্র শীত আর ঘনকুয়াশার কারণে বাগেরহাটের বিভিন্ন পান বরজে দেখা দিয়েছে রোগবালাই। গত অক্টোবরে ভারি বর্ষণে এ জেলার বরজ প্লাবিত হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে না উঠতেই এখন পান গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া ও পাতাপচা রোগসহ ছত্রাকের আক্রমণ শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছেন পান চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কৃষককে পরামর্শ দেওয়ার পাশাপাশি ছত্রাকনাশক ওষুধ প্রয়োগের কথা বলা হচ্ছে। কৃষকরা বলছেন, বরজে ওষুধ ছিটিয়েও কোনো সুফল পাচ্ছেন না তারা। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা যায়, এ বছর বাগেরহাট জেলায় ১ হাজার ১০৫ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। সদর উপজেলার দেওয়ানবাটি গ্রামের মানিক পাল বলেন, ‘সমিতি থেকে টাকা উঠিয়ে ১৫ কাঠা জমিতে বরজ করেছি। কয়েক মাস আগে যে বৃষ্টি হইলো, তাতে বরজও ডুবে গেইলো। সে সমস্যা যাতি না যাতি কয়েকদিন ধইরে যে ঠান্ডায় পান পাতা সব হলুদ হয়ে ঝইরে পড়তিছে। কুয়াশার কারণে পান গাছের পাতায় কালা কালা দাগ পড়ছে।

সর্বশেষ খবর