শিরোনাম
রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা

মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। গতকাল বিকালে সদর উপজেলার কোরাপাড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ঢাক-ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে প্রথমে শুরু হয় লাঠিয়ালদের কসরত। তারপর বাদ্যের তালে তালে চলে প্রতিপক্ষকে হারানোর প্রতিযোগিতা।

লাঠির প্যাঁচে প্রতিপক্ষকে হারিয়ে আর নিজে রক্ষার জন্য মেতে ওঠেন লাঠিয়ালরা। চমৎকার এ প্রতিযোগিতা ঘোরের রাজ্যে নিয়ে যায় দর্শকদের। যা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত নারী-পুরুষ। আধুনিক প্রযুক্তির দৌরাত্ম্যের মধ্যেও এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। অনেকে প্রথম আবার অনেকে কয়েক যুগ পরে দেখে খুশি তারা। উৎসবমুখর পরিবেশে লাঠিয়ালদের খেলা উপভোগ করেন আগতরা। তাই ধারাবাহিকভাবে এ আয়োজনের দাবি জানান আগতরা। এমন আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছেন খেলোয়াড় ও দর্শকরা। লাঠিখেলায় ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকু ু উপজেলা থেকে ১৩টি লাঠিয়াল দল অংশ নেয়। প্রথম হয় সদর উপজেলার খাজুরা গ্রামের ওয়াজেদ সর্দারের দল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন  অতিথি ও আয়োজকরা।

সর্বশেষ খবর