মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আখাউড়ায় বাড়ছে শীতজনিত ডায়রিয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শীতের কারণে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১০ দিনে আড়াই শতাধিক লোক এ রোগে আক্রান্ত হয়েছেন। এসব রোগীর বেশির ভাগই শিশু। গত রবিবার দুপুর পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত আটজন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, এক সপ্তাহ ধরে আখাউড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় শীত জেঁকে বসেছে। হিমেল বাতাস থাকার কারণে দরিদ্র, দিনমজুর, ছিন্নমূল, অসহায় লোকজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সংক্রমণ বেড়েছে রোটা ভাইরাসের। সদর উপজেলার শ্যামনগর গ্রামের আফরোজা আক্তার বলেন, তার দুই মাস বয়সী মেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়ানোর পরও সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌর শহরের শান্তিনগর এলাকার সাজেদা বেগম বলেন, তার নাতনি ১৮ মাস বয়সী আফরোজা কয়েক দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত। দুুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন অনেকটা সুস্থ। নিলাখাত গ্রামের শান্তা আক্তার বলেন, তার ছেলে ইয়াছিন (২) ডায়রিয়া আক্রান্ত হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি করিয়েছেন। ডাক্তার বলছেন বড় কোনো সমস্যা হয়নি। আগের থেকে অনেক ভালো আছে।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শ্যামল চন্দ্র ভৌমিক বলেন, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোটা ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো গাফিলতি নেই। শীত কমলে রোগের প্রকোপ কমে আসবে।

সর্বশেষ খবর