মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

একটি ব্রিজের অপেক্ষায় ৪৯ বছর

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

একটি ব্রিজের অপেক্ষায় ৪৯ বছর

কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামের মানুষ একটি ব্রিজের জন্য ৪৯ বছর ধরে অপেক্ষা করছেন। গ্রামের মোল্লা বাড়ি ও পশ্চিম পাড়ার সংযোগ সড়কে নলুয়া খালের শাখা খালের ওপর ব্রিজটি নির্মাণের দাবি উঠেছে। গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ প্রতিদিন ওই স্থানের বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সাঁকো সংলগ্ন বাড়ির বাসিন্দা রবিউল হক জানান, দেশ স্বাধীনের আগে থেকে এখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। প্রতি বছর সাঁকো স্থানীয়দের সহযোগিতায় সংস্কার করা হয়। সাঁকো থেকে পড়ে প্রায় সময় শিশু ও বয়স্করা আহত হচ্ছেন। এই ইউনিয়নে আর কোথাও বাঁশের সাঁকো নেই। এখানে নলুয়া খালের শাখার খালের ওপর একটি ব্রিজ নির্মিত হলে মানুষের দুর্ভোগ কমবে। মোল্লা বাড়ির বাসিন্দা ইমাম হাছান মোল্লা বলেন, নলুয়া খালের শাখার খালের ওপরে নির্মিত সাঁকো দিয়ে চলাচলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। একটি ব্রিজ নির্মিত হলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। এছাড়া মোল্লা বাড়ি সংলগ্ন তপইয়া থেকে মনপাল হয়ে ও রাজাপুর কাঁচা সড়কটি পাকাকরণের দাবি জানান তারা। স্থানীয় উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, মনপাল গ্রামের একাধিক সড়ক পাকাকরণ হয়েছে। আরও কিছু অংশের কাজ চলছে। বরাদ্দ পেলে অবশিষ্ট সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ করা হবে।

সর্বশেষ খবর