শিরোনাম
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নাটোরে গরুর ক্ষুরা রোগ আতঙ্কে কৃষক-খামারি

নাটোর প্রতিনিধি

নাটোরের বিভিন্ন উপজেলায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গরুর ক্ষুরা রোগ। এ পর্যন্ত জেলায় প্রায় ৩০ হাজার গরু আক্রান্ত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষক। তারা ছুটছেন গ্রাম্য ডাক্তার এবং প্রাণিসম্পদ অফিসে। সিংড়া প্রাণিসম্পদ বিভাগ থেকে জানা যায়, উপজেলায় গাভি ও ষাঁড় মোটাতাজাকরণের সহস্রাধিক বড় খামার রয়েছে। এ ছাড়া গ্রামে প্রায় সব কৃষক তাদের বাড়িতে গরু ও গাভি পালন করে থাকে। ক্ষুরা রোগের চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামার মালিক ও কৃষকরা। যেসব খামারি বা কৃষকের গাভি ও ষাঁড় আক্রান্ত হয়েছে তারা প্রাণিসম্পদ অফিস থেকে সরকারিভাবে কোনো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ভেটেরিনারি সার্জন না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম খুরশেদ আলম জানান, আবহাওয়াজনিত কারণে এই রোগ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এ রোগ। আক্রান্ত পশুর চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া সুস্থ গরুকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। বিভিন্ন সচেতনমূলক কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর