বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আমতলীতে ডায়েরিয়ার প্রকোপ হাসপাতালে ওষুধ সংকট

আমতলী (বরগুনা) প্রতিনিধি

তীব্র শীতের কারণে বরগুনার আমতলীতে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ৩০ জন ডায়েরিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা। ওষুধ সংকট থাকায় রোগীর স্বজনদের বাহির থেকে বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে এমন অভিযোগ রোগীর স্বজনদের। জানা গেছে, শীত বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন অঞ্চলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গ্রাম-গঞ্জে শিশু ও বৃদ্ধরা ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছেন বেশি। আমতলী ও তালতলী উপজেলার ৪৫টি কমিউনিটি ক্লিনিক ও তিনটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন অন্তত ২ শতাধিক মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গুরুতর আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। দ্রুত তারা হাসপাতালে ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন। গতকাল আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, ৬ জন ডায়েরিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চারজন শিশু। তাদের হাসপাতাল থেকে শুধুমাত্র ডায়েরিয়া স্যালাইন ছাড়া আর কিছুই দেওয়া হচ্ছে না। ডায়েরিয়ায় আক্রান্ত শিশু মাহিরার বাবা মো. মামুন মীর বলেন, হাসপাতাল থেকে স্যালাইন ছাড়া আর কিছুই দেওয়া হচ্ছে না। ডায়েরিয়ায় আক্রান্ত শিশু মুছার মা রেহেনা, আমির হামজার মা রিপা ও সামিয়ার মা সানজিদা বলেন, হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, অধিকাংশ ওষুধ বাহির থেকে কিনতে হচ্ছে।

সর্বশেষ খবর