বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
২১ বছরে নগরকান্দা পৌরসভা

কার্যক্রম চলছে জরাজীর্ণ ভাড়া বাড়িতে

অজয় দাস, ভাঙ্গা

প্রতিষ্ঠার ২১ বছর পার হলেও ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার কার্যক্রম চলছে জরাজীর্ণ ভাড়া বাড়িতে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। নগরকান্দা পৌরসভা। সাড়ে ৭ বর্গকিলোমিটার এলাকা নিয়ে নগরকান্দা উপজেলার নগরকান্দা ইউনিয়ন ও লস্করদিয়া ইউনিয়নের অনেকাংশ ভেঙে নগরকান্দা পৌরসভা গঠন করা হয়। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জিল্লুর রহমান। বর্তমানে পৌরসভায় ২৬ হাজার মানুষের বসবাস। প্রতিষ্ঠার পর থেকে উপজেলা সদরের ২২ শতাংশ জায়গায় জরাজীর্ণ ৫ কক্ষের ১ তলা ভবন বিশিষ্ট  জেলা পরিষদের একটি ডাকবাংলো মাসিক ৩ হাজার টাকা ভাড়ায় শুরু হয় এ পৌরসভার কার্যক্রম। শুরুর পর বছর তিনেক নিয়মিত ভাড়া পরিশোধ করা হলেও তারপর থেকে  ১৮ বছরে কোনো ভাড়া পরিশোধ করা হয়নি। বকেয়া পড়েছে প্রায় ৮ লাখ টাকা। সংস্কারবিহীন জরাজীর্ণ ভবনেই অফিস করছেন পৌর মেয়রসহ কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর