বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেনি শতভাগ পাঠ্যবই

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

নতুন বছর শুরুর বাকি মাত্র একদিন। ব্রাহ্মণবাড়িয়ায় এখনো প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পৌঁছেনি শতভাগ পাঠ্যবই। গতকাল পর্যন্ত জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চাহিদার মাত্র ১৬ দশমিক ৪২ শতাংশ এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৭৪ দশমিক ০৬ শতাংশ পাঠ্যবই পৌঁছেছে। তবে প্রাক-প্রাথমিক শতভাগ পাঠ্যবই জেলায় পৌঁছেছে। নতুন বছরের প্রথমদিনে শতভাগ শিক্ষার্থীরা পাঠ্যবই পাবেন না বলে শঙ্কা রয়েছে। জেলা প্রাথমিক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য শতভাগ পাঠ্যবই পৌঁছেছে। অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের জন্য জেলায় লক্ষ্যমাত্রা বা চাহিদার ৮৩ হাজার ১২২টি বই পৌঁছেছে। অপরদিকে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের জন্য ২৩ লাখ ৯৯ হাজার ৪৩০ পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়েছিল। মোট চাহিদার ৭৪ দশমিক ০৬ শতাংশ পাঠ্যবই জেলায় পৌঁছেছে। অর্থাৎ চাহিদার ২৩ লাখ ৯৯ হাজার ৪৩০ পাঠ্যবইয়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ১৭ লাখ ৭৩ হাজার ৩১০ বই পেয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৪২ লাখ ১২ হাজার ৯২টি পাঠ্যবইয়ের চাহিদা দেওয়া হয়েছিল। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের চাহিদার ৩৩ লাখ ৯১ হাজার ১৩৮টি পাঠ্যবইয়ের মধ্যে গতকাল পর্যন্ত ৫ লাখ ৩৪ হাজার ১২৯টি বই এসেছে। ইবতেদায়ির শিক্ষার্থীদের জন্য চাহিদার ২ লাখ ৩৫ হাজার ৫০০ পাঠ্যবইয়ের মধ্যে পৌঁছেছে ১ লাখ ৫৭ হাজার ৩৭২টি বই। আর দাখিলের জন্য ৫ লাখ ৮৫ হাজার ৪৫৪টি পাঠ্যবইয়ের  চাহিদা পাঠানো হয়েছিল। কিন্তু একটি বইও আসেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর