বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রশাসনের নির্দেশে সিলেটের সব কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহত শ্রমিকের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাদল সিংহকে গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জ উপজেলার মাজেরগাঁও গ্রামের কালা সিংহের ছেলে। গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। নিহত শ্রমিক কংস বিশ্বাস (৪০) কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুরের জীবনপুর গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার দুপুরে উৎমা কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে কংস বিশ্বাস মারা যান। রাতে কংস বিশ্বাসের স্ত্রী বাসন্তী বিশ্বাস বাদি হয়ে বাদল সিংহসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওসি কেএম নজরুল জাহান জানান, মামলার প্রধান আসামি বাদল সিংহকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর