বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রেমিক-প্রেমিকা নিয়ে ঘটনা

গুজবে উত্তেজিত হয়ে তিন পুলিশকে অবরোধ গণপিটুনি

কুমিল্লা প্রতিনিধি

প্রেমিক যুগলকে উদ্ধারে দেবিদ্বার থেকে আসা পুলিশের লাথিতে প্রেমিকের প্রাণ গেছে, এ গুজবে উত্তেজিত হয়ে পুলিশের তিন সদস্যকে পিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে বুড়িচং উপজেলার রামপুরার মানুষ। পরে এক যুবক ৯৯৯-এ ফোন করলে বুড়িচং থানা পুলিশ, দেবিদ্বার থানা পুলিশ, ময়নামতি হাইওয়ে পুলিশ ও দেবপুর পুলিশ ফাঁড়ির বিপুলসংখ্যক পুলিশ গিয়ে ওই তিন পুলিশ ও প্রেমিক যুগলকে উদ্ধার করে। ব্রাহ্মণপাড়া-দেবিদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ জানান, শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানান, সোমবার রাতে উদ্ধার করতে আসা দেবিদ্বার পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইকরামুল হক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রেমিক ইউসুফের তলপেটে লাথি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। কিন্তু গুজব ছড়িয়ে পড়ে ইউসুফ মারা গেছেন। সূত্র আরও জানান, দেবিদ্বার উপজেলার বিহারমন্ডল গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে মোহনপুর পাবলিক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আঁখি আক্তারের সঙ্গে প্রতিবেশী সামসুল হকের ছেলে মুদি ব্যবসায়ী মো. ইউসুফের প্রেমের সম্পর্ক। রবিবার সন্ধ্যায় তারা বাড়ি থেকে পালিয়ে যান।

সর্বশেষ খবর