শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শতবর্ষে কুমিল্লার বাগমারা উচ্চবিদ্যালয়

কুমিল্লা প্রতিনিধি

শতবর্ষে কুমিল্লার বাগমারা উচ্চবিদ্যালয়

শতবর্ষে পদার্পণ করল কুমিল্লার বাগমারা উচ্চবিদ্যালয়। এই স্কুলের ছাত্র ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ আনন্দ র‌্যালি বের হবে। বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ র‌্যালির উদ্বোধন  হবে। র‌্যালি শেষে কেক কাটা, সংক্ষিপ্ত স্মৃতিচারণ, দোয়া, ফানুস ও আতশবাজি ওড়ানোর মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৯২১ সালে  প্রতিষ্ঠিত বাগমারা উচ্চবিদ্যালয় ২০২১ সালের প্রথম প্রহরে শতবর্ষে পদার্পণ করবে। শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বাগমারা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নির্দেশনায় শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে। তিনি আরও বলেন, এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজ আলোকিত করে চলেছেন। শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি ও ব্যবসাসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে।

এদিকে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং সদস্য সচিব মো. কামাল হোসেন র‌্যালিতে অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর