শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

এক পলক

সর্বস্ব লুট করল বর

মোবাইলে প্রেম করে বিয়ের পরের দিনই শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে প্রতারক বর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শিবচরের পাচ্চর গোয়ালকান্দা গ্রামের বিধবা নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতারক হৃদয়। পরে ২৯ ডিসেম্বর তারা বিয়ে করেন। -মাদারীপুর প্রতিনিধি

জেএমবি সদস্য গ্রেফতার

র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বিন ইয়ামিন ওরফে জীবনকে (২২) গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার কামরাঙ্গীরচরের আলীনগর খালপাড় ঘোড়াখাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়। -নারায়ণগঞ্জ প্রতিনিধি 

৬৬ লাখ টাকা জরিমানা

গাজীপুর সদর উপজেলার পাইনশাইল ও ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ১১টি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর