শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মোবাইলে কথা বলায় হত্যার পর স্ত্রীর চামড়া কেটে লবণ!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মোবাইল ফোনে কথা বলার জেরে গৃহবধূ শান্তা আক্তারকে (২২) হত্যা করেছেন স্বামী স্কুল শিক্ষক আমিনুল ইসলাম। বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে মঙ্গলবার শান্তার বাবা কলিমউল্লাহ মামলা করেন।

তদন্ত কর্মকর্তা বলেন, বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমিনুল বলেন, তার মোবাইলে কথা বলার জেরে তিনি স্ত্রী শান্তাকে মাথা থেঁতলে হত্যা করে। পরে বঁটি দিয়ে শরীরের চামড়া ছিঁড়ে তাতে লবণ লাগিয়ে দেয়।

তার উদ্দেশ্য মৃতদেহ যেন পঁচে না যায় কিংবা দুর্গন্ধ না ছড়ায়। কিন্তু সময়টা বেশি অতিক্রান্ত হওয়ায় ঘরে মৃতদেহ রাখা সম্ভব হয়নি। তাই অসুস্থ বলে মৃত স্ত্রীকে কম্বল দিয়ে মুড়িয়ে চলে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

২৬ ডিসেম্বর স্বামী স্কুল শিক্ষক আমিনুল ইসলাম শান্তাকে হত্যা করে শরীরের চামড়া ছিঁড়ে লবণ মেখে লাশ গুম করার জন্য কম্বল পেঁচিয়ে তিন দিন ভাড়া বাসায় রেখে দেন। পরে স্ত্রী অসুস্থ বলে কম্বল দিয়ে মুড়িয়ে চলে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর