শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাল সনদে গ্রাম পুলিশ নিয়োগ!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জাল সনদ ব্যবহার করে গ্রামপুলিশ নিয়োগের অভিযোগ উঠেছে। সম্প্রতি সদর উপজেলায় ১২ জন গ্রামপুলিশ নিয়োগে এ জালিয়াতির ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন গিয়াস গত ২১ জুন উপজেলার আট ইউনিয়নে ১২ জন গ্রামপুলিশ নিয়োগ দেন। এদের প্রায় সবাই জাল সনদের মাধ্যমে আবেদন করে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভোটার তালিকা অনুযায়ী কয়েকজনের বিরুদ্ধে ভুয়া জন্ম তারিখ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সচিবের সহযোগিতায় বা যোগসাজশে জালিয়াতির মাধ্যমে জাল/ভুয়া নাগরিক সনদ, জন্ম সনদ ও শিক্ষাগত সনদ ব্যবহার করেছেন। আরও জানা যায়, ২০১৫ সালের পর থেকে নিয়োগ প্রদানের ক্ষেত্রে গ্রামপুলিশ বিধিমালা-২০১৫ অনুযায়ী মূল সনদের পরিবর্তে নিয়োগ পাওয়া অনেকেই জাল সনদ ব্যবহার করেছেন। আনিসুর রহমান নামে ইউপি সচিব জানান, নিয়োগ দিয়েছেন ইউএনও। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, অনিয়মের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আজহারুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ হিসেবে নিয়োগ পাওয়া কয়েকজনের অনিয়মের বিষয়ে শুনেছি।

অভিযোগের ফাইল সাধারণ শাখা থেকে আমার দফতরে এখনও পৌঁছায়নি।

সর্বশেষ খবর