শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আল কায়েদার দুই সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে মো. ইয়াহিয়া (২২) ও মো. হুজাইফা সাদ (২০) নামে দুই তরুণকে আটক করেছে র‌্যাব। তারা  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্য বলে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প কর্তৃপক্ষ। এর আগে গতকাল ভোর রাতে সরাইল উপজেলার শাহবাজপুর থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আটক ইয়াহিয়া শাহবাজপুর এলাকার গিয়াস উদ্দিনের ও হুজাইফা একই এলাকার আলাউদ্দিনের ছেলে। র‌্যাব জানায়,  তাদের কাছ থেকে দুটি উগ্রবাদী বই, দুটি উগ্রবাদী বইয়ের ফটোকপি, চারটি লিফলেট, দুটি মুঠোফোন ও মুঠোফোনের খুদে বার্তার ফটোকপির তিনপাতা জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই তরুণ জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরাইলের বিভিন্ন স্থানে আল কায়েদার সদস্য সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি উগ্রবাদী বই ও লিফলেট এবং মুঠোফোনের মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে আসছিলেন। তারা ঘটনাস্থলে অবস্থান করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় নাশকতা এবং হামলা করার জন্য পরিকল্পনার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, তাদের দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা পর্যবেক্ষণ করছিলাম। এ বিষয়ে  সরাইল থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর