শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুটি শকুন উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

দুটি শকুন উদ্ধার

উদ্ধার হওয়া দুই বন্য পাখি (শকুন) বন বিভাগের কাছে হস্তান্তর করেছে খুটামারা ইউনিয়ন পরিষদ। গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জলঢাকা উপজেলা বন কর্মকর্তা রেজাউল ইসলামের কাছে শকুন দুটি হস্তান্তর করেন পরিষদের সচিব গুলজার হোসেন।  পরে এগুলো রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠায় উপজেলা বন বিভাগের কর্মকর্তা। খুটামারা ইউনিয়ন পরিষদ সচিব গুলজার হোসেন জানান, ইউএনও স্যারের নির্দেশে ইউনিয়নের বামনাবামনি এলাকা থেকে গ্রাম পুলিশের সহায়তায় এগুলো উদ্ধার করে পরিষদে নিয়ে আসা হয়। পরে হস্তান্তর করা হয় বন বিভাগে।

উপজেলা বন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে শকুন দুটি আটকে যায় বামনাবামনি এলাকায়। হয়তো এগুলো ভারত থেকে এসেছিল। সেখানে শকুন দুটিকে জাল দিয়ে আটক করেন স্থানীয়রা। পাখি দুটি সুস্থ রয়েছে। তবে আরও উন্নত চিকিৎসা দিয়ে সাফারি পার্কে হস্তান্তর করা হবে। তিনি জানান, আমরা এখান থেকে রংপুরে প্রেরণ করেছি, সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর