শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শীত-করোনা উপেক্ষা করে ভোটারের কাছে প্রার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

শীত-করোনা উপেক্ষা করে ভোটারের কাছে প্রার্থীরা

করোনা ও শীত উপেক্ষা করে দিনাজপুরের তিন পৌরসভা নির্বাচনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। পাশাপাশি বিভিন্ন প্রতীক সংবলিত পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ স্থান। তবে বিদ্রোহী প্রার্থী নিয়ে চিন্তায় রয়েছেন দলীয় প্রার্থীরা। ভোটাররাও মেয়র প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণ করে হিসাব কষছেন। দিনাজপুর পৌর নির্বাচনের মেয়র পদে পাঁচ প্রার্থী হলেন, বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের  রাশেদ পারভেজ, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান রানা ও কমিউনিস্ট পার্টির অ্যাড. মহেরুল ইসলাম। সাধারণ আসনের ১২টি ওয়ার্ডে কাউন্সিলর ৬৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বীরগঞ্জে মেয়র পদের পাঁচ প্রার্থী হলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. নুর ইসলাম নুর এবং বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, বিএনপি দলীয় প্রার্র্থী মোকাররম হোসেন পলাশ, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ আলম। এখানে সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৪০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরামপুরে মেয়র পদের চার প্রার্থী হলেন, অধ্যাপক আক্কাস আলী (নৌকা), হুমায়ুন কবীর (ধানের শীষ), আজাদুল ইসলাম আজাদ (স্বতন্ত্র) ও অ্যাড. নুরুজ্জামান সরকার (স্বতন্ত্র)। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি দিনাজপুরের তিন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর