শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় তিন বিদ্রোহী প্রার্থীকে গতকাল দল থেকে বহিষ্কার করা হয়েছে। মেয়র পদে গাইবান্ধা পৌরসভায় ৮ জন প্রার্থী আছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর (নৌকা)। কিন্তু তার বিরুদ্ধে দলীয় আরও তিনজন প্রার্থী হন। তারা হলেন, মো. আহসানুল করিম লাচু (চামুচ), ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড) ও মতলুবর রহমান (নারিকেল গাছ)। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক স্বাক্ষরিত পত্রে জানানো হয়, গতকাল ১ জানুয়ারি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলীয় মেয়র প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আহসানুল করিম লাচু এবং জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদকে তাদের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন জানান, দলীয় প্রার্থীর বিপক্ষে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলুবর রহমান অংশ নেওয়ায় তাকেও তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ খবর