শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ কর্মচারী দগ্ধ হয়েছেন। গতকাল উপজেলার দুবাই প্লাজার রয়েল রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ফরিদ (৪৪) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ বাকিরা হলেন রাসেল (১৮) ও সামসুল হক (২১)।

আড়াইহাজার দমকল বাহিনীর কর্মকর্তা শাহজাহান জানান, রেস্টুরেন্টের কর্মচারীরা অসাবধানতাবশত তিতাস গ্যাসের সুইচ খোলা রেখেই জুমার নামাজে চলে যান। এর মধ্যে সারা কক্ষে গ্যাস ছড়িয়ে থাকে। নামাজ শেষে এসে তারা চুলায় আগুন দেওয়া মাত্রই সারা কক্ষে আগুন ধরে যায়। এ সময় কক্ষে রক্ষিত একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনজন দগ্ধ হন। আগুনে রেস্টুরেন্টের দরজা-জানালা ও আসবাবপত্র পুড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শরিফ হোসেন জানান, বিকাল সোয়া ৩টার দিকে দগ্ধদের গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়।

পরে তাদের প্রাথমিক চিকিৎসচা দিয়ে ঢাকায় পাঠানো করা হয়।

সর্বশেষ খবর