শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভ্যানে করে বাড়ি বাড়ি বই পৌঁছে দিলেন শিক্ষকরা

কুমিল্লা প্রতিনিধি

ভ্যানে করে বাড়ি বাড়ি বই পৌঁছে দিলেন শিক্ষকরা

করোনাভাইরাসের কারণে বছর শেষে নতুন বই নিয়ে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস তা এবার দেখা গেল না। তবে অনেক এলাকার শিক্ষকরা ভ্যানে করে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে বই পৌঁছে দিয়েছেন। বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়, সন্তানদের সঙ্গে নিয়ে অভিভাকরা স্কুলে আসছেন। স্কুলের শিক্ষকরা বই বিতরণ করছেন। অভিভাবক ও শিক্ষার্থীদের মুখে মাস্ক, হাতে নতুন বই। আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় কুমিল্লা হাইস্কুলের একদল শিক্ষক শিক্ষার্থীদের ভ্যানে করে বই পৌঁছে দিয়েছেন। যেখানে ভ্যান যেতে পারেনি সেখানে শিক্ষকরা হতে করেই শিক্ষার্থীদের বই দিয়ে এসেছেন। কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, করোনার কারণে এবার আনন্দ নিয়ে বই বিতরণ করা যায়নি। তাই শিক্ষার্থীদের বাড়িতে বই পৌঁছে দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান বলেন, এ বছর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৫ লাখ ১৩ হাজার ৯৫৭ পিস বই এবং প্রাক-প্রাথমিকে ১ লাখ ৩৪ হাজার ৪০০ পিস।

সর্বশেষ খবর