শিরোনাম
সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পাথরঘাটায় সুষ্ঠু নির্বাচন চান চার মেয়র প্রার্থী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় সুষ্ঠু নির্বাচন চান চার মেয়র প্রার্থী

আসছে ৩০ জানুয়ারি পাথরঘাটা পৌর নির্বাচনে সুষ্ঠু নির্বাচন চান চার মেয়র প্রার্থী। গতকাল মনোনয়ন পত্র বাছাইয়ের পর ৫ মেয়র প্রার্থীর মধ্যে চার মেয়র প্রার্থী একসঙ্গে পৌরশহরে প্রধান প্রধান সড়কে ঘুরে সাধারণ ভোটারের মাঝে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন। এ চার মেয়র প্রার্থী হলেন, বিএনপি মনোনীত সাহাবুদ্দিন সাকু, স্বতন্ত্র মেয়র প্রার্থী  মোস্তাফিজুর রহমান সোহেল, মাহবুবুর রহমান খান ও আ. লীগের বিদ্রোহী অ্যাডভোকেট মো. শাহ আলম মল্লিক। এর আগে বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়। এদিকে আওয়ামী লীগ  থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আনোয়ার  হোসেন আকন। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৫, সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৮ ও সংরক্ষিত প্রার্থী ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল ও মাহবুবুর রহমান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য স্বতন্ত্র তিন প্রার্থী এবং বিএনপি মনোনীত প্রার্থী একমত হয়েছি। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন করার ওয়াদাবদ্ধ হয়েছি।

আমরা ভোটারদের নিরাপদে ভোট  কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছি। আমরা কোনো সহিংসতা চাই না। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আকনের পক্ষে  ভোট কারচুপি করে বিজয় করতে পারেন। এ কারণেই আমরা বাকি চার মেয়র প্রার্থী এক হয়েছি। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকন বলেন, আমিও চাই সুষ্ঠু নির্বাচন। উপজেনা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সাবরিনা সুলতানা সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিপূর্ণভাবে প্রচারণার জন্য সব প্রার্থীদের আহ্বান করেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে।

সর্বশেষ খবর