সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ট্রাকচাপায় ও কীটনাশক খাইয়ে দুই যুবক হত্যা

প্রতিদিন ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে আনোয়ার হোসেন বুলু (৩৮) নামে এক যুবককে তার সহযোগীরা ট্রাকের নিচে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বগুড়া-নাটোর মহাসড়কের তেঘরী নামক স্থানে শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত বুলু নওগাঁর আত্রাই উপজেলার মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের দুই সহযোগী আরিফুল ইসলাম ও ইসলাম হোসেনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। জানা যায়, বুলু ও তার সাত বন্ধু শনিবার রাতে মাইক্রোবাসে আত্রাই থেকে বগুড়া শহরে একটি হোটেলে আসেন। সেখানে সবাই মদ্যপান করে মাইক্রোবাসে বগুড়া-নাটোর সড়ক হয়ে আত্রাইয়ের উদ্দেশে রওনা হন। পথে মাইক্রোবাসে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন। এ সময় বুলু মাইক্রো থামিয়ে সড়কে নেমে তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তার সহযোগীরা বুলুকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সহযোগীরা মরদেহ মাইক্রোবাসে তুলে আত্রাই নিয়ে যান। আরিফুল ও ইসলাম মরদেহ বাড়িতে পৌঁছে দিতে গেলে পরিবারের লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে। এদিকে পাবনায় সবুজ ফকির নামে এক যুবককে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। সন্তান হারানোর শোক সইতে না পেরে ঘটনার এক দিন পরে মারা গেছেন যুবকের মা। নিহতের স্বজনরা জানান, পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের সবুজ ফকিরের (২২) সঙ্গে একই গ্রামের এক নারীর পরকীয়া সম্পর্ক আছে- এমন অভিযোগে সম্প্রতি শালিস বসান স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ। স্বজনদের অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই শালিসে সবুজকে দোষী সাব্যস্ত করে এক লাখ জরিমানা করা হয়। নির্ধারিত সময় টাকা দিতে না পারায় গত ২৯ ডিসেম্বর রাতে সবুজকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে কীটনাশক খাইয়ে হত্যা করেন সাঈদ ও তার সহযোগীরা।

সর্বশেষ খবর