শিরোনাম
সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

হেলিকপ্টারে সালিশে এসে ফিরে গেলেন জনরোষের মুখে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

হেলিকপ্টারযোগে বিবাদীর বক্তব্য শুনতে এসে হাস্যরসের জন্ম দিয়েছে ঢাকার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের প্রতিনিধি দল। আসক ঢাকা বিভাগীয় প্রধান মুহম্মদ লোকমান হোসেন সাঈদীসহ তার সঙ্গে থাকা কয়েকজন স্থানীয়দের তোপের মুখেও পড়েন। পূর্বনির্ধারিত গাড়িবহরের সম্মাননাও ভেস্তে যায়। ঢাকা থেকে হেলিকপ্টরযোগে এসে বিবাদীর বাড়ি পৌঁছার আগেই ফিরে যান তারা। চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়ায় গতকাল এ ঘটনা ঘটে। আসক ফাউন্ডেশনের ঢাকা জোনের সহকারী প্রধানসহ চারজন দুপুরে হেলিকপ্টারে এসে আন্দুলবাড়িয়ায় নামেন। এরপরই সাংবাদিকদের প্রশ্নে কিছুটা বেসামাল হয়ে পড়ে প্রতিনিধি দল। এক পর্যায়ে তারা বিবাদী আবদুল লতিফ বিশ্বাসের বাড়িতে পৌঁছান। প্রতিনিধি দলের নোটিস ও আগতদের বৈধতার বিষয়ে প্রশ্ন তুললে জবাব দিতে ব্যর্থ হন তারা।

 এ সময় স্থানীয়রা প্রকাশ্যে সমালোচনা করেন আগতদের। জনতার তোপের মুখে মানবাধিকার সংস্থার নেতারা স্থান ত্যাগ করে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সামান্য একটি বিষয় নিয়ে হেলিকপ্টারে চড়ে আইন সহায়তা কেন্দ্রের নামে এখানে আসা ঠিক হয়নি। পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল। পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর