সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেরপুর-ঢাকা বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শেরপুর প্রতিনিধি

ড্রিমল্যান্ড সার্ভিসের বাস ময়মনসিংহে আটকে দেওয়ার প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী সব বাস আবারও বন্ধ করে দিয়েছেন শ্রমিক-মালিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সকাল থেকে বাস বন্ধ করে দেওয়া হয়। ১২ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শেরপুর থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জানা যায়, কয়েক বছর আগে ঢাকা-শেরপুর রুটে ড্রিমল্যান্ড নামে একটি বাস সার্ভিস চালু ছিল। ড্রিমল্যান্ড সার্ভিস বন্ধ হলে সোনার বাংলা নামে অনেক বাস শেরপুর-ঢাকা যাতায়াত করে। কিছুদিন বন্ধ থাকার পর মালিকরা ড্রিমল্যান্ড সার্ভিস কিছুটা উন্নত করে গতকাল থেকে গেটলক হিসেবে নতুনভাবে চালু করেন। শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে ময়মনসিংহে ড্রিমল্যান্ড সার্ভিসের বাস আটকে দেওয়া হয়।

এর প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলাসহ সব বাস শহরের নবীনগর অস্থায়ী টার্মিনালে আটকে দেন মালিক ও শ্রমিকদের একাংশ। আগাম ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। টার্মিনালে গিয়ে বাস বন্ধ দেখে শত শত মানুষ বাড়ি ফিরে গেছেন। শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সোনার বাংলা সার্ভিসের চালক ও হেলপারকে লাঞ্ছিত করার ঘটনায় চার দিন শেরপুর-ঢাকা কোনো বাস চলেনি। প্রশাসন ও পুলিশ দেনদরবার করে ২৬ ডিসেম্বর দুপুরে জেলা বাস-কোচ মালিক সমিতির সভা ডেকে ওই দিন থেকে বাস চালুর ঘোষণা দিয়েছিল।

 

সর্বশেষ খবর