সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুলনায় হঠাৎ বাড়ল ইজিবাইকের ভাড়া যাত্রীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেক, খুলনা

খুলনা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বেড়েছে। প্রতিটি রুটে আগের ভাড়ার সঙ্গে পাঁচ থেকে ১০ টাকা হারে বাড়ানো হয়েছে। রূপসা থেকে নতুন রাস্তা মোড় সর্বোচ্চ ৩৫ টাকায়, খুলনা মেডিকেল থেকে খালিশপুর এবং জেলখানাঘাট থেকে আবু নাসের হাসপাতাল ৩০ টাকাসহ বিভিন্ন রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এদিকে অটোরিকশার চালকরা হঠাৎ পাঁচ টাকার ভাড়া ১০ টাকা চেয়ে বসায় অনেকেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন। এ সময় চালকরা মহানগর ইজিবাইক শ্রমিক লীগের সরবরাহ করা একটি ভাড়ার তালিকাও দেখাচ্ছেন। ইজিবাইক চালকরা বলছেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে স্বল্প দূরত্বের সব রুটে ভাড়া বাড়ানো হয়েছে। ইজিবাইক মালিকরা গাড়ি ভাড়া বাবদ চালকদের কাছে থেকে বেশি টাকা আদায় করছেন।

এছাড়া ইজিবাইক সমিতির বাড়তি চাঁদা আদায়, করোনায় যাত্রী পরিবহন সংকট ও রাস্তাঘাট খারাপ থাকায় গাড়ির মেরামত খরচ বেড়েছে। তবে ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে যাত্রীরা বলছেন, করোনাকালে এমনিতেই সাধারণ মানুষের আয় কমেছে। ফলে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানো অযৌক্তিক। খুলনা বিএল কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, অধিকাংশ জায়গায় ন্যায্য ভাড়া দ্বিগুণ করা হয়েছে। অনেক চাকরিজীবী ও শিক্ষার্থীরা দিনে কয়েকবার ইজিবাইক ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। ভাড়া বৃদ্ধির কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে চালকদের উদ্ধত্য আচরণ দিন দিন বেড়ে যাবে। কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদার বলেন, শহরের মধ্যে ইজিবাইক চলাচলে অনুমতি দেওয়ার সময় ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে হুটহাট করে ভাড়া বৃদ্ধিতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। 

সর্বশেষ খবর