মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বগুড়ায় মেয়র ৪, কাউন্সিলর পদে ৮ জনের প্রার্থিতা বাতিল

পৌরসভা নির্বাচন ভোটের হাওয়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মেয়র ৪, কাউন্সিলর পদে ৮ জনের প্রার্থিতা বাতিল

তৃতীয় ধাপে বগুড়ার পাঁচটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। পৌরসভাগুলো হলো- শিবগঞ্জ, কাহালু, গাবতলী, নন্দীগ্রাম ও ধুনট। গতকাল এসব পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে তিনটি পৌরসভার ৪ জন মেয়র প্রার্থী এবং দুটি পৌরসভায় ৮ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জানা গেছে, শিবগঞ্জ  পৌর নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁরা হলেন- আব্দুল গোফফার এবং ফৌজিয়া খানম। ফলে এই পৌরসভায় মেয়র পদে প্রার্থী থাকলেন ৪ জন। এছাড়া ৩ জন কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়ায় এই পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী রয়ে গেলেন। কাহালু পৌর নির্বাচনে স্বতন্ত্র  মেয়র প্রার্থী ফেরদৌস আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে সেখানে মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়ালো দুজন। অপরদিকে কোনো কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল না হওয়ায় এই পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী রয়ে গেছেন। গাবতলী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল বাছেদের মনোনয়ন বাতিল হয়েছে।  সেখানে মেয়র প্রার্থী রয়ে গেছেন ৬ জন। তবে কাউন্সিলর পদে কোনো মনোনয়ন বাতিল না হওয়ায় এই পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীই রয়ে গেছেন। নন্দীগ্রাম পৌর নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এজন্য নন্দীগ্রামে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জনই প্রার্থী বহাল রয়েছেন। এছাড়া ধুনট পৌর নির্বাচনে মেয়র পদে  কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। তাই এই পদে ৪ জনই বহাল রয়েছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫ জনের মনোনয়ন বাতিল হওয়ায় এই পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী রয়ে গেলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর