মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

হলুদে ছেয়ে গেছে নওগাঁ

বাবুল আখতার রানা, নওগাঁ

হলুদে ছেয়ে গেছে নওগাঁ

হলুদে ছেয়ে গেছে নওগাঁর বিস্তীর্ণ কৃষি জমি -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর জেলার বিভিন্ন স্থানে সরিষা ফুলের হলুদ রঙে ভরে গেছে। যতদূর দৃষ্টি যায় শুধু সরিষার ফুলের হলুদের সমারোহ। হলদে পরিবেশে ছেয়ে গেছে চারিদিক। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে উপজেলায় সরিষার ফলন গত বছরের চেয়ে দ্বিগুণ পাওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় ৩ হাজার হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ২ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এ মৌসুমে কৃষকরা কৃষি অফিসের সহায়তায় ও পরামর্শ নিয়ে উচ্চ ফলনশীল জাতের বিনা-৪, বারি ১৪/১৫/১৭ জাতের সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি পাঁচ থেকে সাত মণ হারে সরিষার ফলনের আশা করছে কৃষি অফিস ও কৃষকরা। আমন ধান ঘরে তোলার পরেই কৃষকরা ওই জমিতে সরিষা চাষ করেছেন। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে সরিষা দানা বাঁধতে শুরু করেছে। আবার কোথাও পুরোদমে ফুল ফুটতে শুরু করেছে। এই ফসল ঘরে তোলার পর আবার ওই জমিতেই কৃষক ইরি-বোরো চাষ করেন। মূলত: সরিষা বিক্রি করেই কৃষক ইরি-বোরো আবাদের খরচের জোগান দেয়। সরিষা আবাদের কারণে কৃষকের রোপণ করা ইরি-বোরো জমিতে বাড়তি হাল চাষ, সার ও কীটনাশক ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। ফলে অল্প খরচ ও কম পরিশ্রমেই সরিষার জমিতে ইরি-বোরো আবাদে লাভবান হয় কৃষক। উপজেলার হরিশপুর গ্রামের রতন ইসলাম, কনৌজ গ্রামের ভোলাসহ অনেক সরিষা চাষি জানান, ৪ বারের বন্যার ধকল কাটিয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আমরা উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ করেছি। এ বছর সরিষার গাছও ভালো হয়েছে।

গাছে প্রচুর পরিমাণে ফুল ধরায় ফলন হবে বলে আমরা আশা করছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এবার বিঘা প্রতি ৫ থেকে ৭ মণ করে সরিষা ঘরে তোলার আশা করছি আমরা। উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমের শুরুতেই বৃষ্টির কারণে অনেক চাষিই সরিষা চাষের জন্য জমি তৈরি করতে পারেননি। তাই এবার লক্ষ্যমাত্রা অর্জন করাও সম্ভব হয়নি। তবে বেশিরভাগ কৃষক এবার উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছেন তাই তারা সরিষার দ্বিগুণ ফলন থেকে বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন। এছাড়া সরিষাসহ অন্যান্য আবাদের জন্য কৃষি অফিস সব সময় কৃষকের মাঠে গিয়ে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর