মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নির্বাচন ঘিরে ৩ হাজার লোকের কর্মসংস্থান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে পৌর নির্বাচন জমে উঠেছে। জোরেশোরে চলছে প্রচারণা। নির্বাচন ঘিরে প্রায় ৩ হাজার বেকার যুবক ও মহিলা খ-কালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রার্থীর হয়ে তাদের কেউ মাইকে প্রচারণা চালাচ্ছেন। কেউ পোস্টার সাঁটছেন আবার হ্যান্ডবিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অনেকে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। পৌর নির্বাচনে এমন কাজ করে প্রতিদিন তাদের মজুরি মিলছে ৩০০-৫০০ টাকা পর্যন্ত। বাড়ির খেয়ে এমন কাজ করে অনেকে প্রাপ্ত মজুরির পুরোটাই সঞ্চয় করছেন। যাতে ভোটের পর সঞ্চিত অর্থ কাজে লাগিয়ে স্থায়ী কিছু আয় করার পরিকল্পনা করছেন। সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, এই পৌরসভায় ১৫টি ওয়ার্ড রয়েছে। মেয়র পদে প্রার্থী পাঁচ, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৯৩ ও সংরক্ষিত মহিলা আসনে ২৫ জন ভোটযুদ্ধে নেমেছেন। দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হলেও কাউন্সিলর ও সংরক্ষিত আসনে দলীয় প্রতীক নেই। ফলে কাউন্সিলর প্রার্থীরা কর্মী সংকট মোকাবিলায় বেকারদের কাজে লাগাতে বাধ্য হচ্ছেন। মেয়র পদের প্রার্থীরাও দলীয় কর্মীর বাইরে প্রচারণার কাজে পারিশ্রমিকের বিনিময়ে ওই সব যুবক ও যুব মহিলাদের কাজে লাগাচ্ছেন। সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাদ্দাম নামে এক যুবক বলেন, তিনি সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অবসরে প্রচারণার কাজে অংশ নিয়ে কিছুটা হলেও আয় করার সুযোগ হয়েছে। ১ নম্বর ওয়ার্ডে রায়হানা খাতুন বলেন, বাড়িতে বসে না থেকে কয়েক দিনের জন্য কাজ করলে তার ৬-৭ হাজার টাকা আয় হবে।

একই কথা বলেন, আব্বাসি, ওমর, ফারিয়া, মমতা, দিপালী, মুন্নী, আলপনাসহ অনেকে। কয়েকজন প্রার্থী জানান, নির্বাচনের সময় নানা কাজে যুবকদের প্রয়োজন হয়। আর কিছু করলে তাদের পারিশ্রমিক দেওয়া প্রয়োজন। এতে তাদেরও বাড়তি কিছু আয় হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর