মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ভবনে তালা

বেরোবিতে শিক্ষার্থীদের আট দফা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হেয়াত মাহমুদ ভবনের মূল ফটকে তালা দিয়ে পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশসহ আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ২০১২-১৪ সেশনের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। দীর্ঘ প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনো মাস্টার্স শেষ করতে পারিনি। সরকারি চাকরির বয়স প্রায় শেষের দিকে। বারবার আশ্বাস দেওয়ার পরেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। আমাদের জুনিয়র ব্যাচের শিক্ষার্থী অন্যান্য বিভাগে পড়াশোনা শেষ করে চাকরি করছেন। কিন্তু আমরা এখনো পড়ালেখা শেষ করতে পারিনি। এ সময় তারা দ্রুত পরীক্ষা নেওয়াসহ দাবি মেনে না নিলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর