মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির সংকট

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের সীমান্তঘেঁষা ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার পাহাড়ি এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির সংকট। ওই এলাকার স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারগুলো বছরের পর বছর বর্ষা মৌসুমে বৃষ্টির আর শুষ্ক মৌসুমে কুয়ার পানি ব্যবহার করেন। সারা দেশে গভীর নলকূপ, বিদ্যুৎচালিত মোটর ব্যবহার করে খাবার পানি সংগ্রহ করলেও পাহাড়ি জনপদে এ সবের ছোঁয়া লাগেনি। সরেজমিনে দেখা যায়, ধোবাউড়ার সীমান্তবর্তী দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দীঘলবাগ, ঘিলাগড়া গোবরচুনা গ্রামের শতাধিক পরিবার ও পার্শ্ববর্তী উপজেলা হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নের ভুটিয়াপাড়া ও ডুমনিকুড়া এলাকার প্রায় ৫০ পরিবার দৈনন্দিন কাজে ব্যবহার করছেন উত্তোলিত কুয়ার পানি। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে এক কলস পানি যেন সোনার হরিণ। পানি সংগ্রহের উৎপত্তিস্থল নেতাই নদী বা বানাইজুরি নদী। বর্ষায় ওই সব কুয়া পানিতে তলিয়ে গেলে দূর-দূরান্ত থেকে যেসব স্থানে নলকূপ আছে সে সব বাড়ি গিয়ে পানি আনতে হয়। আর চৈত্র-বৈশাখ মাসে খড়ার সময় পানি অনেক কমে যায়। তখন কলসি নিয়ে পানি সংগ্রহ করতে লেগে যায় কয়েক ঘণ্টা। সম্প্রতি এসব এলাকা ঘুরে ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায় তাদের দুর্ভোগের কথা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, পাহাড়ি এলাকায় মাটির নিচে প্রচুর পরিমাণ পাথর থাকায় সেখানে টিউবওয়েল স্থাপন সম্ভব হয় না। কম লেয়ারের নলকূপের পানি লালচে থাকে আর পাহাড়ি ঝরনায় পানি স্বচ্ছ থাকায় সবাই তা ব্যবহার করেন। কিছু জায়গায় সরকারি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর