মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুনামগঞ্জে তিন ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগের দায়ের করা পৃথক তিনটি মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড  দিয়েছেন আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যা নির্যাতনের শিকার নারী ক্ষতিপূরণ হিসেবে পাবেন। গতকাল সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন। ধর্ষণ মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো- দিরাই উপজেলার আব্দুল  বাতির ওরফে বাতেন, ছাতকের কাঞ্চন বিশ্বাস ও জগন্নাথপুরের সুমন মিয়া ওরফে স্বপন। 

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ৩ মার্চ রাতে দিরাই উপজেলার জগদল গ্রামে এক নারীকে ধর্ষণ করে বাতেন।

এদিকে, ২০১৪ সালের ১৬ আগস্ট ছাতক উপজেলার ছাতক উপজেলার গণক্ষাই গ্রামের কাঞ্চন বিশ্বাস সাত বছরের এক শিশুকে ধর্ষণ করে। অপরদিকে, ২০০৯ সালে জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের স্বপন ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর