বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবৈধ বালু উত্তোলনে জরিমানা

পাবনা প্রতিনিধি

অবৈধ বালু উত্তোলনে জরিমানা

পাবনা বেড়া উপজেলায় অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের কর্মকর্তারা জানান, উপজেলার কাজিরহাট নটাখোলা, রাখসা এলাকায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধ কোল ঘেঁষে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু তুলছে ক্ষমতাশালী একটি মহল। নদী থেকে বালু তোলার ফলে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আরও জানা যায় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে সটকে পড়েন অবৈধ বালু ব্যবসায়ীরা। এ সময় কাজিরহাট ঘাট এলাকার পার্শ্ববর্তী স্থানে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ওপরে থাকা বালু উত্তোলনের পাইপ অপসারণ করা হয়। খননযন্ত্র অকেজো করতে কিছু যন্ত্রাংশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃত চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। পরে তারা জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান। ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত গঠন করে আমি একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছি। এদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেভাবেই হোক অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর