বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুলনার সেই নেতারা টেনশনে

জাপা নেতা কাশেম হত্যার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

১৯৯৫ সালের ২৫ এপ্রিল নগরীর স্যার ইকবাল রোড়ে বেসিক ব্যাংকের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম ও তার ড্রাইভার মিখাইল। এ হত্যাকান্ডে খুলনার প্রভাবশালী কয়েকজন রাজনীতিবিদকে আসামি করে ১৯৯৬ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। কিন্তু উচ্চ আদালত থেকে মামলার স্থগিতাদেশ থাকায় দীর্ঘদিনে বিচার কাজ শেষ হয়নি। গত ৩ জানুয়ারি উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবারও বিচার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৬ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এতে টেনশনে পড়েছেন হত্যায় অভিযুক্ত প্রভাবশালী সেই নেতারা। এর মধ্যে একই সঙ্গে মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগ ও পুনরায় স্থগিতাদেশের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। জানা যায়, আসামিদের মধ্যে বিএনপি নেতা সাবেক ডেপুটি মেয়র ইকতিয়ার উদ্দিন বাবলু দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

 এ ছাড়া শিল্পপতি সৈয়দ মনিরুল ইসলাম মারা গেছেন। বাকি আসামিদের মধ্যে বর্তমানে অনেকে রাজনীতিতে সক্রিয় ও ব্যবসায়ী সংগঠনের নেতা হয়েছেন। অপরদিকে মামলার প্রধান সাক্ষী নিহতের ভাইপো এসএম আসাদুজ্জামান লিটু পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়েছেন। আইনজীবীরা জানান, ২০০৮ সালে ২৪ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হলে জাপা নেতা আবদুল গফফার বিশ্বাসের পক্ষে আবেদনে ২০০৮, ২০০৯ ও ২০১৪ সালে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। নিহতের ভাইপো মামলার সাক্ষী শেখ মনিরুজ্জামান বলেন, শুধু আমার পরিবার নয়, খুলনাবাসী চান এই হত্যা মামলার বিচার হোক। তবে আর যেন কোনোভাবেই মামলাটি স্থগিত করা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতের কাছে অনুরোধ করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর