বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাঁশের জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার

দাউদকান্দি প্রতিনিধি

বাঁশের জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার

কুমিল্লার মেঘনা উপজেলার স্থানীয় খিরারচর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে রয়েছে পুরনো একটি সেতু ও একটি বাঁশের সাঁকো। চার দশক আগে এ খালে নির্মাণ করা সেতুটি বর্তমানে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। আর বাঁশের সাঁকো দিয়ে দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছেন। খালের একাংশে জরাজীর্ণ সেতু এবং অপর অংশে তৈরি করা হয় বাঁশের লম্বা সাঁকো। সেতুটির অবস্থা এতই শোচনীয় যে কোনো সময় তার ধসে পড়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ব্রিজের নিচ দিয়ে নৌযান চলাচলের সময় পানির ঢেউয়ে ব্রিজটি কাঁপতে থাকে। উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন, আগে কী হয়েছে জানি না। আমি ব্রিজটি নতুন করে তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান জানান, ব্রিজের জন্য নতুন আবেদন করেছি।

সর্বশেষ খবর