বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফরিদপুরের দুই নদ-নদীতে অবৈধ বালু উত্তোলন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের দুই নদ-নদীতে অবৈধ বালু উত্তোলন

ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে নদীতীরের বালু -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের সদরপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা ও আড়িয়াল খাঁ নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। নদ-নদী রক্ষা, বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ আছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চন্দপাড়ায় পদ্মা-আড়িয়াল খাঁর পুরনো লঞ্চঘাট, আকোটের চর ইউনিয়নের শয়তানখালী, ভাসানচর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকার যেখানে নদ-নদীর ভাঙন রোধে কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, সেখানে অসাধু চক্র বালু কেটে নেওয়ায় হুমকির মুখে পড়েছে নদীরক্ষা বাঁধ। ফলে সরকারের নদী ভাঙন রোধ প্রকল্প ভেস্তে যেতে বসেছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আগামী বর্ষা মৌসুমে নদী ভাঙন তীব্র আকার ধারণ করবে বলে জানান তারা। জানা যায়, প্রতি বছর অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পদ্মা-আড়িয়াল খাঁ এলাকার সাধারণ মানুষ ভাঙনের কবলে পড়ে ফসলি জমি, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন।

সর্বশেষ খবর