শিরোনাম
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

এক পলক

অস্ত্র-গুলিসহ আটক

গাজীপুরে রিভলবার, দুই রাউন্ড গুলি উদ্ধার করেছেন র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা থেকে গতকাল তাদের আটক করা হয়। আটকরা হলেন- ময়মনসিংহের ভালুকার আল ইমরান, কক্সবাজার পৌর এলাকার সাইদুল ইসলাম বাপ্পি ও গাজীপুর মহানগরীর শান্তা ইসলাম সাথী। র‌্যাব জানায় জব্দ অস্ত্রের স্বúক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি আটকরা।

-গাজীপুর প্রতিনিধি

অগ্নিকাণ্ড

পটুয়াখালীতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত রাতে শহরের হেতালিয়া বাধঘাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি পাম্পে আগুন লেগে তিনটি আটোরিকশা পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে উপজেলার কালাপুরে মেরিগোল্ড ফিলিং স্টেশনে। স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। -প্রতিদিন ডেস্ক

মতবিনিময়

গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। গতকাল শহরের পুলিশ অফিসার্স ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিহাত আদনান তাইয়ান, আবদুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক নেতারা। -গোপালগঞ্জ প্রতিনিধি

কর্মশালা

শেরপুরে কভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা হয়েছে। গতকাল চতুর্থ স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (এইচপিএনএনপি) আওতায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ডা. আক্রাম হোসেন, ডা. মোবারক হোসেন, সাংবাদিক জি এম আজফার বাবুল প্রমুখ।

-শেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর