বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

যশোরে কারাবন্দী ভারতীয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী শামীম ওরফে সমীর (৩০) নামে এক ভারতীয় নাগরিক গতকাল সকালে গোসল করতে গিয়ে মারা গেছেন। সমীরের বাড়ি ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরে। বাবার নাম ধনেন্দ্রনাথ। কারা কর্তৃপক্ষ জানান, সমীর দুই বছর আগে সীমান্ত পেরিয়ে রাঙামাটি জেলায় অনুপ্রবেশ করেন। পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৯ সালের ৬ মার্চ সমীরকে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেন। সেই থেকে ফেনী কারাগারে ছিলেন তিনি। ২০২০ সালের মার্চে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জেলার জানান, সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত নিতে ভারত সরকারকে তিনবার চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া না মেলায় তিনি কারাগারেই ছিলেন। আজ (গতকাল) সকালে তিনি গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর