বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একজনের কারাদন্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে একজনকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে আদালত প্রায় ১ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদের নেতৃত্বে গতকাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কারাদন্ড পাওয়া ব্যক্তির নাম হযরত আলী হিরা। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, অভিযানকালে চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যান। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা-বাড়ির মালিকের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এ সব অবৈধ সংযোগ দেয়।

সর্বশেষ খবর